তারিখঃ ২৫ ফেব্রুয়ারী ২০১৪
স্যামসাং সিটিআইটি ফটো প্রতিযোগীতা ২০১৪
সৌখিন ফটোশিল্পীদের উৎসাহ দেবার লক্ষে স্যামসাং ডিজিটাল ক্যামেরা ও বিসিএস কম্পিউটার সিটি যৌথভাবে City IT ২০১৪ মেলা উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে পঞ্চম বারের মতো ডিজিটাল ফটো প্রতিযোগিতা। এ উপলক্ষে সৌখিন ফটোশিল্পীদের তাদের ফটো জমা দেবার জন্য আহবান করা হচ্ছে। বিজয়ীরা পাবেন আকর্ষনীয় সব পুরস্কার। বিচারকদের রায়ে বাছাইকৃত ফটোগুলো মেলার স্যামসাং ফটো গ্যালারীতে প্রদর্শনীর ব্যবস্থা থাকবে।
অংশগ্রহনকারীর যোগ্যতা -
১. কে অংশগ্রহন করতে পারবে
সকল বাংলাদেশীদের জন্য উন্মুক্ত
গ্রুপ এ - ছাত্র/ছাত্রী (বয়স সীমা ১০-২৫ বছর, স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের স্ব স্ব প্রতিষ্ঠানের পরিচয়পত্র জমা দিতে হবে)।
বিষয় -“উন্মুক্ত”
গ্রুপ বি- সকল সৌখিন ফটোশিল্পী (বয়স সীমা ২৬ বছর থেকে উর্দ্ধে, জাতীয় পরিচয়পত্র বা স্ব স্ব প্রতিষ্ঠানের পরিচয়পত্র জমা দিতে হবে)।
বিষয় -“উন্মুক্ত”
২. জমা দেয়া ছবির সংখ্যা উর্দ্ধে ০৫(পাঁচটি)
৩. সাইজ ৮” X ১২” রঙ্গিন/সাদাকালো
৪. প্রবেশ মূল্য - প্রয়োজন নেই।
৫. কোথায় জমা দিবেন - স্যামসাং সিটিআইটি ফটো প্রতিযোগিতা, বিসিএস কম্পিউটার সিটি কমিটি অফিস (২য় তলা) বিসিএস কম্পিউটার সিটি, আইডিবি ভবন, ঢাকা।
৬. জমা দেবার তারিখ ২৬ ফেব্রুয়ারী - ০১ মার্চ ২০১৪ পর্যন্ত।
৭. জমাকৃত ফটোসমূহ অফেরতযোগ্য।
ধন্যবাদান্তে
(মোঃ আল মামুন খান)
আহবায়ক, অনুষ্ঠান ব্যবস্থাপনা উপ কমিটি ২০১৪ ও
সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক
বিসিএস কম্পিউটার সিটি
যোগাযোগঃ ০১৭১৮৫৩১২৫৭ (মোঃ জাকির হোসেন)
০১৯১২০৭১২৪৩ (মোঃ আসিফ ইমতিয়াজ)
০১৯১৩০৮৩৯৪৯ (মোঃ ফয়সাল আলী)